আমার লড়াই একজন অপশিল্পীর বিরুদ্ধে: নিপুণ

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ উল্লেখ করে গত বুধবার রায় দেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে নিপুণ আপিল জায়েদ খানকে শিল্পী সমিতির সম্পাদক ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশ সুপ্রিম কোর্টের চেম্বার আদালত চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন।

আপিল বিভাগের এ আদেশ দেওয়ার পর রোববার (৬ মার্চ) সন্ধ্যায় এফডিসিতে শিল্পী সমিতির অফিসে আসেন নিপুণ। এসময় সাংবাদিকদের তিনি বলেন, আমি শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারটা নিয়ে যুদ্ধ করছি না। আমার লড়াই আসলে একজন অপশিল্পীর বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে এবং অন্যায়ের বিরুদ্ধে। আমাকে বলা হয়েছিল- কোর্টের বারান্দায় বারান্দায় না ঘুরে আমি যেন অভিনয় করি। আমি এখনও কাজ করে যাচ্ছি। আমি খুব ভালো দু’টি ব্যবসা চালাই। যখন আপনি আমাকে কোর্টে নিতে বাধ্য করেছেন, তখন আমি তো কোর্ট যাবোই। আমি গিয়েছি, এবং আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি।’

 

এর আগে, সন্ধ্যায় এফডিসিতে এক সংবাদ সম্মেলনে নিপুণ বলেন, ‘কোর্ট থেকে এখন পর্যন্ত কোনো কাগজ বের হয়নি। যে রায় এসেছিল, তার কোনো কাগজ দেয়া হয়নি। তাহলে কাগজ কই পেয়েছেন জায়েদ খান?’ এ প্রসঙ্গে নায়ক সাইমন সাদিক বলেন, ‘ভুয়া তথা ‘জাল ও অনৈতিক কাগজ’ দেখিয়েছেন জায়েদ খান। এমনকি সেই কাগজ দেখিয়ে শপথ করেছেন তিনি। আমি সভাপতি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের কাছেও এ বিষয়টি নিয়ে জানতে চেয়েছিলাম। তিনি আমাকে বললেন, জায়েদ খানের কাগজটি সত্য নাকি মিথ্যা তা জানেন না। তবে সে (জায়েদ খান) যে কাগজ দেখিয়েছেন তা আইন সম্মত নয়।’

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন