যুদ্ধাক্রান্ত ইউক্রেনের জন্য গান বাঁধলেন সুমন

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

কবীর সুমনের কলমের কালি আর গিটারে সুর বরাবরই তুলেছে মুক্তির আওয়াজ। আজ যখন ইউক্রেন স্তব্ধ বুলেট-বোমার শব্দে, তখন কিভাবে না বেজে থাকে সুমনের গিটার? তাই এবার যুদ্ধাক্রান্ত ইউক্রেনের জন্য লিখলেন তিনি।

বিষয়টি জানিয়েছেন ওপার বাংলার জীবনমুখী গানের পুরোধা কবীর সুমন নিজেই। গানটি হিন্দিতে তুলে ধরবেন তার ছেলে অনির্বাণ সাধু। শনিবার (২৬ ফেব্রুযারি) সকালে গানটি লিখেছেন বলেও জানান কবীর সুমন।

 

বরেণ্য এই সংগীতশিল্পী বলেন, ‌‌‌‌‘আমার ছেলে অনির্বাণ সাধুর দাবিতে, ইউক্রেনের এক ঘটনার খবরের ভিত্তিতে গানটি লিখলাম। সুর দেব, যাতে অনির্বাণ আর ইরফান হিন্দিতে রূপান্তর করতে পারেন।’

গানের কথাগুলো এমন- ‘কেউ তোলে বন্দুক, কেউ দেয় ফুল/ যাকে ফুল দেয় তার, ট্রিগারে আঙুল/ কেউ করে বেদখল, কেউ করে ঘর/ ফ্যাসিস্ট দখল করে, আমার শহর/ কেউ বলে হাত তোলো, কেউ ধরে হাত/ দখল করে কি কারো, খুলেছে বরাত/ বরং ফুলের বীজ, মাটিতে ছড়াও/ যুদ্ধ না হয় যেন, আর একটাও।’

প্রসঙ্গত, সম্প্রতি ভাষা শহীদদের স্মরণে ‘একুশে ফেব্রুয়ারির ডাক’ শিরোনামে একটি গান লিখেছেন কবীর সুমন। গানটিতে কণ্ঠ দিয়েছেন এপার বাংলার জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর। সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। ইতোমধ্যে এটি ইউটিউবে মুক্তি পেয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন