টাওয়ার হ্যামলেটসে লেন্সবারি ওয়ার্ড লেবার পার্টির প্রচারণা অনুষ্টিত

gbn

আনসার আহমেদ উল্লাহ


লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ৫ মে ২০২২ সালের নির্বাচনকে সামনে রেখে লেন্সবারি ওয়ার্ড লেবার পার্টি তাদের প্রচারণা শুরু করেছে।  গত ১২ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের ক্রিপট্রিস্ট মার্কেটের আইডিয়া স্টোরের সামনে অনুষ্ঠানে লেবার পার্টির কর্মী ও কমিউনিটি ব্যক্তিত্বের উপস্থিতিতে জনসমাবেশে অথিতিরা বলেন, শুধু মাত্র পরিবর্তন বললে হয়না উন্নয়ন এবং অগ্রযাত্রাকে আমলে নিয়ে সমস্ত টাওয়ার হ্যামলেটসের জনসাধারনের সামগ্রিক উন্নয়নে অগ্রাধিকার ও সাম্যের ভিত্তিতে কাজ করতে হবে এর জন্য লেবার পার্টির বিকল্প নেই।লেন্সবারি ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর লেবার থেকে কাউন্সিলর প্রার্থী কাহার চৌধুরী, আনসারুল হক, শাহেদা রহমান ও মেয়র প্রার্থী জন বিগসের প্রচারনায় এ সময় উপস্থিত অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পপলার অ্যান্ড লাইম হাউসের এমপি আফসানা বেগম, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের মেয়র জন বিগস, এসেম্বলি মেম্বার উনমেশ দেশাই, সাবেক লিডার হেলাল আব্বাস, ডেপুটি মেয়র মতিনুজ্জামান, স্পিকার আহবাব হোসেন, ডেপুটি মেয়র  আসমা বেগম, জেনি সিম্মস, ডানি হ্যাসল, সুজি টাইড,সহ কমিউনিটি ব্যক্তিত্ব।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন