গাইবান্ধার অগ্নিকান্ডে ৫টি গরুসহ কয়েক লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা|| গাইবান্ধা সদর উপজেলারদারিয়াপুর অঞ্চলে অগ্নিকান্ডে ৫টি গরুসহ কয়েক লক্ষ টাকার মালামাল
পুড়ে ভষ্মিভুত হয়ে ছাই কয়লায় পরিনত হয়।গতকাল দিন শেষে রাত ১টার দিকে ওই উপজেলার খোলাহাটী ইউনিয়নেরউত্তর আনালেরতাড়ী গ্রামের আলহাজ্ব আব্দুল কাদের ও নুরুজ্জামান’রবাড়িতে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, একই এলাকার বাসিন্দা নুরুজ্জামানের গোয়াল ঘর থেকে আগুনের সূত্র পাত হয়। তবে কীভাবে গোয়াল ঘরে আগুন লেগেছে তার কোন সঠিক সন্ধান পাওয়া যায়নি। তবে অনেকে মনে করছেনসিগারেট অথবা শটসার্কিট থেকে এর সূত্রপাত হতে পারে।আব্দুল কাদেরের পারিবারিক সূত্রে জানা যায়, রাত ১টার দিকে হঠাৎআগুনের লেলিহান শিখা দেখে তার ছেলে কামরুল ও আনারুল আগুন আগুন করে চিৎকার শরু করে। পরে তাদের আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে এসেআগুন নিয়ন্ত্রনের জন্য আপ্রাণ চেষ্টা চালায়। এদিকে স্থানীয়রা দমকল
বাহিনীকে খবর দেয়।খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা আসার আগেই গোয়াল ঘরের ৫টিগরু ভষ্মিভুত হয়ে যায় এবং আব্দুল কাদের পরিবারের প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি সাধিত হয়। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে
সম্পূর্ণ আগুন নিভে ফেলে। পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আসামিসহ ২ পুলিশ আহতছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধা জেলা কারাগার থেকেঅটোরিকশায় করে সিরাজগঞ্জ যাওয়ার পথে বাসের ধাক্কায় একআসামিসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বাস চালক ওহেলপারকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী সড়কের
সাকোয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন, দুই পুলিশ সদস্য সুধান চন্দ্র (২০) ও গোলাম রাব্বী (২০)এবং আসামি সোহেল মিয়া (৩০)।গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ারজানান, সকালে গাইবান্ধা জেলা কারাগার থেকে নারী ও শিশু নির্যাতনমামলার আসামি সোহেলকে নিয়ে অটোরিকশায় করে সিরাজগঞ্জযাচ্ছিলেন চার পুলিশ সদস্য। এসময় পলাশবাড়ীর সাকোয়া ব্রিজ
এলাকায় গেলে পিংকি পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সোহেলসহ দুই পুলিশ সদস্য আহত হন।