জায়েদকে রুখতে আপিল করবেন নিপুন

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ডের দেয়া সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছে, তার বিরুদ্ধে আপিল করবেন চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) অভিনেত্রী নিপুণের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

 

মোস্তাফিজুর বলেন, ‘এ আদেশের বিরুদ্ধে আমরা আপিলে যাব। আজকে তো সম্ভব হচ্ছে না। আগামীকালই আপিলে আবেদন করব।’

এ দিন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট। একই সঙ্গে আপিল বোর্ডের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। জায়েদ খানকে দায়িত্ব পালনে কোনো রকম বিরক্ত না করারও নির্দেশ প্রদান করা হয়েছে আপিল বোর্ডের দুই সদস্য ও অভিনেত্রী নিপুণকে।

রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেয়।

উল্লেখ্য, এ আদেশের ফলে রুল নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত জায়েদ খানই চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকবেন।

এর আগে শনিবার (৫ ফেব্রুয়ারি) জায়েদ খানকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ থেকে অপসারণের সিদ্ধান্ত দেয় নির্বাচনের আপিল বোর্ড। অর্থ দিয়ে ভোট কেনার অভিযোগ প্রমাণ হওয়ায় জায়েদ খানের সম্পাদক পদ বাতিল ঘোষণা করা হয়। এ সময় বিনা প্রতিদ্বন্দিতায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করা হলো অভিনেত্রী নিপুণকে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন