প্রথম বারের মতো মৌলভীবাজার শহরতলীর জগন্নাথপুর উপশহর মাঠে জেলার ইজতেমা শুরু হচ্ছে আগামী ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার)। বাদ ফজর থেকে আম বয়ানের মাধ্যমে শুরু হবে ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। মঙ্গলবার থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করবেন।
জেলা তাবলিগ জামাতের শুরা সদস্য ও ইজতেমা মাঠের জিম্মাদার (আমির) মো. ময়নুল ইসলাম জানান, কাকরাইল মসজিদের মুরব্বি ও বিভিন্ন দেশ থেকে আসা মুরব্বিরা তিনদিন ব্যাপী এই জেলা ইজতেমায় বয়ান করবেন। ২৭ জানুয়ারি জোহরের আগে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমা।
মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহাম্মদ জানান, ইজতেমাকে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থার জন্য ৪৫০ পুলিশ মোতায়েন রাখা হবে।