উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট এলাকা থেকে নেশাগ্রস্ত অবস্থায় বাবা মাকে মারধর করার অপরাধসহ অসংলগ্ন আচরণ দ্বারা এলাকার জনসাধারণের বিরক্তির উদ্রেক করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক পারছু মিয়া (২২)নামের এক ব্যক্তি কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। বাবা- মার দেয়া অভিযোগ ও তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ১৮ জানুয়ারি বিকাল ৪ টায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।
এ সময় এসআই শফিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।
উত্তম কুমার দাশ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী পারছু মিয়া (২২) কে ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন