বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-
নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউপির অন্তর্ভুক্ত পাহাড়পুর এলাকাধীন কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩টি ড্রেজার মেশিনকে ধ্বংস করা হয়েছে। গতকাল শনিবার বিকালে ঐ মেশিনগুলো ধ্বংস করা হয়।
জানাযায়, দীর্ঘদিন যাবৎ ঐ এলাকায় স্থানীয় একদল প্রবাভশালীরা অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বিশেষ অভিযানি পরিচালনা করেন। এসময় অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থল থেকে ৩টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে প্রতিবছর বর্ষায় নদী ভাঙ্গনের সৃষ্টি হয়। এতে নদীর তীরবর্তী বসতবাড়ি নদীগর্ভে বিলিন হয়ে যায়। অনকেই আবার হুমকি ধামকির মাধ্যমে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। অন্যদিকে বালু উত্তোলন ও ট্রাক গাড়ি যাতায়াতের ফলে প্রাকৃতিক পরিবেশ নষ্টের পাশাপাশি এলাকার সড়কগুলোর ক্ষতিসহ রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকলে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট, ঐ এলাকার সড়ক দিয়ে ট্রাক চলাচলের কারনে নষ্ট হওয়া থেকে রক্ষা পাবে।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান আমাদের চলমান

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন