মুক্তি পেলো মুক্তিযুদ্ধের দুই সিনেমা

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

মুক্তিযুদ্ধের নতুন দুই সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘কালবেলা’ শুক্রবার (১০ ডিসেম্বর) মুক্তি পেয়েছে। ছয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘লাল মোরগের ঝুঁটি’।অন্যদিকে, ‘কালবেলা’ মুক্তি পেয়েছে তিন প্রেক্ষাগৃহে।

নূরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’তে অভিনয় করেছেন- লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পি সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমনসহ টাঙ্গাইল এবং গৌরীপুর এলাকার সাধারণ মানুষ।

 

সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য পরিচালকের নিজের। কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরীপুরের বিভিন্ন জায়গায় এর শুটিং হয়েছে।

অন্যদিকে, নির্মাতা সাইদুল আনাম টুটুলের স্বপ্নের সিনেমা ছিল ‘কালবেলা’। মুক্তিযুদ্ধ নিয়ে এই সিনেমাটির শুটিং প্রায় শেষও করেছিলেন তিনি। কিন্তু পুরো সিনেমার কাজ সম্পূর্ণ করার আগেই মারা যান এই গুণী নির্মাতা। নির্মাতার মৃত্যুর পর পুরো জার্নির নেতৃত্বে ছিলেন সাইদুল আনাম টুটুলের স্ত্রী ও এই সিনেমার প্রযোজক মোবাশ্বেরা খানম।

মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ‘কালবেলা’ সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা অথৈ এবং শিশির আহমেদ। অন্যান্য চরিত্রে রয়েছেন মাসুম বাশার, মিলি বাশার, জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, শেখ মাহবুবুর রহমান, সায়কা আহমেদ, জুলফিকার চঞ্চল, কোহিনূর আলম, তানভীর মাসুদ প্রমুখ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন