Bangla Newspaper

ফুরফুরা শরিফের পীরজাদার বাংলাদেশ সফর

80

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ফুরফুরা শরিফের পীর এ কামেল মাদারজাত ওলী সুলতানুল আরেফিন গাওসুল ওয়াক্ত হয়রত ন’হুজুর পীর কেবলা (রহঃ) এঁর বড় সাহেবজাদা পীর আল্লামা হযরত মওলানা বাকী বিল্লাহ সিদ্দিকী (রহঃ) এঁর একমাত্র সাহেবজাদা জমিয়তে জাকেরিনের মুখ্য নির্দেশক পীরজাদা মওলানা মোহাঃ আল্লামা জবিহহুল্লাহ (মাদ্দঃ) সিদ্দিকী এক ঝটিকা সফরে বাংলাদেশে এসেছেন। তিনি শুক্রবার সন্ধ্যায় ঢাকার ট্রপিক্যাল হাইওয়ে হোমস, ৩২/৬/ক, শাহজাদপুর প্রগতি স্মরনী গুলশান এর সায়াদাতিয়া খানকাহ শরীফে পেছান এবং সাপ্তাহিক মাহফিলে যোগদান করেন। বাংলাদেশে অবস্থানকালে পীরজাদা আল্লামা জবিহহুল্লাহ সিদ্দিকী ০১৭১৫-০৫২৭৯৯ এবং ০১৭১১-১৭০৮০৯ নাম্বার মুঠোফোনে যোগাযোগ করতে ভক্ত অনুরাগীদের অনুরোধ করেছেন।

Comments
Loading...