কয়েকবছর ধরে চলচ্চিত্রে নিয়মিত হওয়ার খবর হয়ে শাবনূর বারবার আসলেও, শেষঅবধি তা হয়ে ওঠেনি। ৫ বছর হয়ে গেল পর্দায় কোনো ছবি নেই তার। অবশেষে সেই বিরতি ভাঙছে আগামীকাল।
এমএম সরকার ও বদিউল আলম খোকন পরিচালিত ‘পাগল মানুষ’ ছবি আগামীকাল ১২ জানুয়ারি দেশের ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
আশাবাদী শাবনূর ছবিটি নিয়ে বলেন, দর্শকরা ছবিটি পছন্দ করবেন আশাকরি। আমি নিজেও হলে গিয়ে ছবিটি দেখব। দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি।
২০১২ সালে ‘পাগল মানুষ’ ছবিটি শুরু হয়েছিল। শুটিং চলাকালীন পরিচালক এমএম সরকার মারা যান। এরপর অনেকদিন আটকে ছিল ছবিটি। পরে বদিউল আলম খোকন ছবিটি পরিচালনার দায়িত্ব নেন। এতে শাবনূরের নায়ক নবাগত শায়ের খান