বেঙ্গলী ওয়ারকার্স এসোসিয়েশন (সুরমা সেন্টার) কেমডেন, লন্ডন এর উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন

gbn

জিবি নিউজ ||লন্ডন  ||

বেঙ্গলী ওয়ার্কার্স এসোসিয়েশন  (সুরমা সেন্টার) কমিউনিটির বিভিন্ন সেবা মূলক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের সকল জাতীয় ও রাষ্ট্রীয় দিবস পালন করে থাকে। গত ২৮ শে নভেম্বর, রবিবার  স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সেন্টারের হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে আলোচনা সভায় বোর্ড ডাইরেক্টর জালাল আহমেদের সঞ্চালনায়  সভাপতিত্ব করেন সগঠনের চেয়ারম্যান জনাব ছালিক মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমডেন কাউন্সিলের ডেপিউটি লিডার পেট্রিসিয়া কালাঘহান, বিশেষ অতিথি কাউন্সিলর পোল টমলিনসন ও কাউন্সিলর আব্দুল কাদির। 
এতে আলোচনায় অংশগ্রহণ করেন যুক্ত রাজ্য আওয়ামীলীগের সাংঠনিক সম্পাদক  আব্দুল আহাদ চৌধুরী, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি শেখ মাহমুদ মিয়া, তাহির আলী প্রমূখ।  


দ্বিতীয় পর্বে বোর্ড ডাইরেক্টর যথাক্রমে  জামাল আহমেদ, মুঞ্জেরিন রশিদ ও আবদুল মোহিতের সহযোগিতায় বৃটেনে বেড়ে ওঠা বাচ্ছাদের নিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সাংস্কৃতি বিষয়ক এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে মোস্তফা কামাল মিলনের নেতৃত্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা পাঠের আয়োজন করা হয়। 
পরিশেষে সংঠনের সভাপতি ছালিক মিয়া ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন