সড়ক দুর্ঘটনায় দুই তারকা মডেলের মৃত্যু

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ভারতের সম্ভাবনাময়ী দুই তারকা মডেল আনসি কবীর ও অঞ্জনা শাহজাহান। সোমবার (১ নভেম্বর) এমন হৃদয় বিদারক এ ঘটনা ঘটে বলে জানা যায়।

মিস কেরালা ২০১৯-এর শিরোপা জয়ী আনসি কবীর চলতি বছর মিস সাউথ ইন্ডিয়ার শিরোপাও জয় করেন। মিস কেরালার একই আসরে রানার আপ হয়েছিলেন অঞ্জনা শাহজাহান।

 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আনসি কবীর ও অঞ্জনা শাহজাহান কেরালায় একটি ফটোশুট শেষ করে ফিরছিলেন। হঠাৎ তাদের গাড়ির সামনে একটি সাইকেল চলে আসে। সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাড়িটি সরাসরি একটি গাছে ধাক্কা খায়।

৬৬ নম্বর জাতীয় সড়কের ভিটিলা এবং এডাপ্পাল্লির মধ্যে চক্রপরম্ভুর কাছে এই দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় আরও দুই ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক৷

জানা যায়, মিস কেরালা প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় আনসি এবং অঞ্জনার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। মর্মান্তিক এই দুর্ঘটনায় দুজনে একসঙ্গেই পাড়ি জমালেন অনন্ত যাত্রায়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন