পাকিস্তানের বিপক্ষে ৪৫ রানে হেরেছে নামিবিয়া

জিবি নিউজ 24 ডেস্ক //

এই পাকিস্তানকে থামাবে কে? ভারত-নিউজিল্যান্ড-আফগানিস্তান পারেনি, তুলনায় সহজ প্রতিপক্ষ নামিবিয়াও পারেনি। পাকিস্তানের দেওয়া ১৯০ রানের লক্ষ্যটা বেশ বড়ই ছিল বিশ্বকাপের নবাগত দলটির জন্য। শেষ পর্যন্ত লড়াই করেও পেরে ওঠেনি তারা। আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে ৪৫ রানে হেরেছে নামিবিয়া। টানা চার জয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পা রাখল বাবর আজমের দল।

লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি নামিবিয়া। আট রানের প্রথম উইকেট হারায় তারা। হাসান আলীর বলে বোল্ড হয়ে ফেরেন মাইকেল ফন লিনগেন (৪)। তবে দ্বিতীয় উইকেট জুটিতে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন স্টিভেন বার্ড আর ক্রেগ উইলিয়ামস। এই দুজনের জুটি ভাঙে বার্ডের রানআউটে (২৯)। বেশিক্ষণ টিকতে পারেননি উইলিয়ামসের সঙ্গী হয়ে উইকেটে আসা গেরহার্ড এরাসমাস। ১০ বলে সমান একটি করে চার-ছক্কায় ১৫ রান করে ইমাদ ওয়াসিমের শিকার হন তিনি।

 

এরপর অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারায় নামিবিয়া। একপ্রান্তে হারের ব্যবধান কমিয়েছেন নামিবিয়াকে সুপার টুয়েলভে তোলার নায়ক ভিসে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে নামিবিয়া করে ১৪৪ রান। তিন চার আর দুই ছক্কায় ভিসে অপরাজিত থাকেন ৩১ বলে ৪৩ রানে।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ধীরস্থির শুরু করে পাকিস্তান। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান তোলেন দুই ওপেনার বাবর আর মোহাম্মদ রিজওয়ান। বাবরের চেয়ে একটু বেশি ধীরে এগিয়েছেন রিজওয়ান। তবে শেষ পর্যন্ত ইনিংস টেনে নিয়ে পাকিস্তানের বড় স্কোরের পথে বড় ভূমিকা রেখেছেন এই উইকেটকিপার-ব্যাটার। দারুণ ছন্দে থাকা এই দুই ব্যাটার হতাশাই বাড়িয়েছেন নামিবিয়ান বোলারদের।

প্রথম উইকেটের দেখা মেলে ইনিংসের ১৫ তম ওভারে। ডেভিড ভিসের বলে ডিপ মিডউইকেটে ইয়ান ফ্রাইলিঙ্কের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাবর (৭০)। পাকিস্তান অধিনায়কের ১৪২.৮৬ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজানো ছিল আটটি চারে। বাবরের বিদায়ের পর দ্রুত ফখর জামানের উইকেট হারায় পাকিস্তান। এবার উইকেটের খাতায় নাম ওঠে ফ্রাইলিঙ্কের। দ্রুত দুই উইকেট তুলে নিলেও রানের গতি কমাতে পারেনি নামিবিয়া।

মোহাম্মদ হাফিজকে সঙ্গে নিয়ে নামিবিয়ান বোলারদের ওপর ঝড় বইয়ে দেন রিজওয়ান। ১৬ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন হাফিজ। ৫০ বলে ৭৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন রিজওয়ান। শেষ ১০ ওভারে পাকিস্তান তোলে ১৩০ রান।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন