পত্রলেখাকে বিয়ে করছেন রাজকুমার

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

প্রায় ১০ বছর ধরে প্রেমের পর সাতে পাকা বাঁধা পড়তে চলেছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। তারা নভেম্বরে বিয়ে করতে যাচ্ছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

টাইমস অব ইন্ডিয়ার রাজকুমার-পত্রলেখার বিয়ের সম্ভাব্য তারিখও প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, শোনা যাচ্ছে তাদের বিয়ের সম্ভাব্য তারিখ হলো- ১০, ১১ অথবা ১২ নভেম্বর।

 

এই তারকা জুটির ঘনিষ্ঠ অনেক সেলিব্রিটিকেও ইতোমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। বিয়েতে অভিনয়ের বাইরের বন্ধু এবং আত্মীয়রাও থাকবেন। সূত্র অনুযায়ী, এটি একটি ঘনিষ্ঠ অনুষ্ঠান হতে যাচ্ছে।

রাজকুমারকে প্রথম পর্দায় দেখেন পত্রলেখা। দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘লাভ সেক্স অউর ধোঁকা’ ছবির মাধ্যমে। সিনেমা দেখে পত্রলেখা ভেবেছিলেন, নেতিবাচক চরিত্রে এই অভিনেতা বাস্তবেও একই রকম। পরে ২০১৩ সালে ‘সিটি লাইটস’ ছবির জন্য রাজকুমার রাওয়ের বিপরীতে পত্রলেখাকে ভাবা হলে রাজকুমারের সঙ্গে দেখা করতে যান। তারপর কয়দিন হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদান করতে গিয়ে কখন, কীভাবে যে প্রেম হয়ে যায়।

রাজকুমার পত্রলেখাকে দেখেছিলেন একটি বিজ্ঞাপনে। মুগ্ধ হয়ে ঠিক করেছিলেন, পত্রলেখাকে বিয়ে করবেন। প্রথম পরিচয় প্রসঙ্গে কথাগুলো জানিয়েছিলেন পত্রলেখা।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন