জিবি নিউজ 24 ডেস্ক //
এবার বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ভিকির সঙ্গে চার হাত এক হওয়ার খবর মিথ্যা বলে উড়িয়ে দেন তিনি। অভিনেত্রী বলেন, এখনই বিয়ের পিঁড়িতে বসছি না। বার বার তার বিয়ের খবর কেন রটিয়ে দেওয়া হচ্ছে, তা নিজেও জানেন না।
কিন্তু সবার মাঝে শুধু ক্যাটরিনার বিয়ের ভুয়া খবর বারবার কেন ছড়িয়ে পড়ছে? ক্যাটরিনা জবাবে বলেন, এই প্রশ্নটা বিগত ১৫ বছর ধরে আমি নিজেও করে চলেছি!
ভিকি-ক্যাটরিনার ঘনিষ্ঠদের দাবি, এই খবর সম্পূর্ণ ভুল। তারা দু’জন এমন কোনও পরিকল্পনাই করেনি। কয়েক মাস পর পর ভিকি এবং ক্যাটরিনাকে নিয়ে এ রকম গুঞ্জন ছড়ানোটা ইদানিং অভ্যাসে পরিণত হয়েছে।
এর আগে গেলো আগস্টে খবর ছড়ায়, চুপিসারে নাকি বাগদান সেরে ফেলেছেন ভিকি-ক্যাটরিনা। সে সময় ভিকি জানিয়েছিলেন, এখন বিয়ের কথা ভাবার সময় নেই তার।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন