ভারতের সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রী রশ্মিকা

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের প্রভাবশালী তারকাদের তালিকায় শীর্ষে উঠে এসেছে দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দান্নার নাম। ফোর্বস ইন্ডিয়ার সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রী হিসেবে তিনি পেছনে ফেলেছেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থাকেও।

বলিউড বাবলের খবরে বলা হয়েছে— রশ্মিকার বর্তমানে ইনস্টাগ্রাম ফ্যান ফলোয়ার দুই কোটি ২০ লাখেরও বেশি। এ তালিকায় শীর্ষে আসতে তিনি সামান্থা, বিজয় দেভেরকোন্ডা এবং যশের মতো জনপ্রিয় মুখগুলো পেছনে ফেলে এসেছেন।

 

এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিজয় দেভেরকোন্ডা। তিনি অর্জুন রেড্ডি ছবিটির পরে ব্যাপক জনপিয়তা লাভ করেন। আর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন যশ। তিনি কেজিএফ ছবির পরে ওঠেন জনপ্রিয়তায় অন্যতম প্রিয়মুখ।

রশ্মিকা কিরিক পার্টি (২০১৬), অঞ্জনী পুত্র (২০১৭), চামক (২০১৭), চালো (২০১৮), গীতা গোবিন্দম (২০১৮) এর মতো সুপরিচিত ছবি করেছেন। এ ছাড়া সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটিতে মিশন মজনু ছবির মাধ্যমে তার বলিউডে অভিষেক হবে।

আর আল্লু অর্জুনের আসন্ন অ্যাকশন নাটক পুষ্প দ্য রাইজ পার্ট ১-এ তাকে গ্রামের মেয়ে হিসেবে দেখা যাবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন