কোনো দল আমাদেরকে হালকাভাবে নেবে না: সাকিব

জিবি নিউজ 24 ডেস্ক //

এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে উইকেট না পেলেও বল হাতে বেশ মিতব্যয়ী ছিলেন সাকিব আল হাসান। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে জয়সূচক শট খেলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। শেষ ওভারে যখন ৭ রান দরকার তখন চাপের মুখে দাঁড়িয়ে ড্যানিয়েল ক্রিস্টিয়ানকে চার মারেন সাকিব। তাতে জয় পেতে খুব বেশি বেগ পেতে হয়নি কলকাতা নাইট রাইডার্সকে। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘চাপ সবসময় থাকে। কিন্তু পেশাদার খেলোয়াড় হিসেবে এর সঙ্গে মানিয়ে নেওয়া রপ্ত করতে হয় আমাদের। আমি অনেক দিন ধরে খেলছি এবং আমার জাতীয় দলকে প্রতিনিধিত্ব করছি। এই ধরনের চাপ নিয়ন্ত্রণ করার সামর্থ্য আমার আছে।’

 

আইপিএলের এবারের আসরের শুরুটা ভালো হয়নি কলকাতার। ভারত পর্বে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে না পারায় প্লে অফে উঠতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিটি ম্যাচই ছিল গুরুত্বপূর্ণ। এক কথায় যা নক আউট পর্বের মতো। সেই চ্যালেঞ্জ উতরে প্লে অফে জায়গা করে নিয়েছে তাঁরা। ফাইনালে উঠতে আরও এক ধাপ পেরোতে হবে ব্রেন্ডন ম্যাককালামের শিষ্যদের।

সাকিব আরো বলেন, ‘যে প্রক্রিয়া আমরা এতদিন ধরে অনুসরণ করছি, আমরা ঠিক সেই ফর্মুলাই প্রয়োগ করব। আবুধাবি কিংবা সংযুক্ত আরব আমিরাতে আসার পর থেকে আমরা নকআউট মনোভাব নিয়ে আছি এবং একে একে ওইসব চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করছি। আমাদের দলের জন্য এখন ভালো একটা ব্যাপার হলো কলকাতার ক্যাম্পে আত্মবিশ্বাসের যে মাত্রা, তাতে কোনো দলই আমাদের হালকাভাবে নিবে না।’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন