জিবি নিউজ 24 ডেস্ক //
দর্শকদের সুখবর দিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ১৯৭১ সালে মৃত ঘোষিত সাতমাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। নাম 'মা'। এই সিনেমায় সেই মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন পরীমনি।
নির্মাণ করতে যাচ্ছেন নাট্য অরণ্য আনোয়ার। যিনি ধারাবাহিক নাটক ‘আমাদের নুরুলহুদা’ নাটক নির্মাণ করে আলোচনায় ছিলেন। পরিচালক নিজেই গণমাধ্যমে তার নতুন ছবিতে পরীমনির নায়িকা হওয়ার কথা জানিয়েছেন।
পরিচালক জানান, সিনেমাটিতে পরীমনি চূড়ান্ত। তবে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত পরীমনির কোনো সিডিউল ফাঁকে নেই। তাই জানুয়ারি থেকে পরীমনিকে নিয়ে মাঠে নামবেন তিনি।
ছবিটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে পরীমনিও উচ্ছ্বসিত। তার ভাষায়, যখন শুনি কোনো নির্মাতা প্রথমবার ছবি নির্মাণ করতে চাইছেন, খুব ভালো লাগে। আমি সবসময় এমন নির্মাতাদের পাশে থাকতে চাই। আর অরণ্য আনোয়ারকে তো চিনি যখন আমি টিভি দর্শক, তখন থেকেই। ফলে তার প্রতি আগে থেকেই একটা মুগ্ধতা ছিলো। এগুলোও বিষয় না, দিনশেষে মূল বিষয় গল্পের শক্তি। সেই শক্তিটা আমি এই চিত্রনাট্যে পেয়েছি। এমন চরিত্রে আমি আর কাজ করিনি। আমার তো মা নেই। এবার সেই মায়ের চরিত্রেই অভিনয় করবো। আশা করছি, নিজেকে ভাঙতে পারবো।
ছবিটি প্রযোজনা করছেন যৌথভাবে প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার। শিগগিরই জানানো হবে অন্য কলা-কুশলীদের নাম।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন