দয়াগঞ্জে শিশু মৃত্যুর ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

জিবিনিউজ24 ডেস্ক:রাজধানীর দয়াগঞ্জে ছিনতাইয়ের সময় রিকশায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু আরাফাতের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে প্রধান আসামি রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার দিনগত রাতে দয়াগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।তবে রাজীবের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান সাংবাদিকদের জানান, গ্রেপ্তার রাজীব একজন পেশাদার ছিনতাইকারী। সে আরাফাত হত্যা মামলার প্রধান আসামি।প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে যাওয়ার সময় রিকশা থেকে পড়ে ছিনতাইয়ের কবলে পড়া শরীয়তপুর সদরের শাহ আলম-আকলিমা দম্পতির শিশু ছেলে আরাফাতের মৃত্যু হয়। এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন নিহত শিশুর বাবা শাহ আলম।