ইভ্যালির সঙ্গে থাকা না থাকা প্রসঙ্গে যা বললেন মিথিলা

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

ইভ্যালি জন্মের পর সবচেয়ে বড় আতশবাজিটা ফুটেছিলো অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার মাধ্যমে। চলতি বছরের ১৫ মে রাত ১০টায় এই বাজিটা ফাটে ফেসবুক লাইভ শোয়ের মাধ্যমে। যেখানে গোটা বাংলাকে চমকে দিয়ে মুখোমুখি বসেছিলেন প্রাক্তন তারকা দম্পতি তাহসান-মিথিলা!

বলা হয়ে থাকে, বাংলাদেশের কোনে প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং আইডিয়া হিসেবে এটাই সর্বোচ্চ আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। বিনিময়ে চওড়া হাসি ফুটেছে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেলের মুখেও। সে ক্ষেত্রে এই আয়োজনের অন্যতম পরিকল্পক ইভ্যালির সিএমও আরিফ আর হোসাইন শতভাগ সফল। যার হাত ধরে তাহসান এর আগেই ১০ মার্চ প্রতিষ্ঠানটির ‘ফেস অব ইভ্যালি’ (শুভেচ্ছাদূত) হিসেবে যুক্ত হয়েছেন। অবশেষে ১৫ মে মিথিলাও যুক্ত হন ‘ফেস অব ই-ভ্যালি লাইফস্টাইল’ হিসেবে!

 

রাফিয়াথ রশিদ মিথিলা গণমাধ্যমকে বলেছেন, ‌আমি এই প্রতিষ্ঠানটিতে জয়েন করার দুই মাসের মধ্যে শুরু হলো নানা জটিলতা। আগে তো এতো কিছু টের পাইনি। তবে আমি চাই না এই সময়ে ইভ্যালি রিলেটেড কোনো নিউজে আসতে। আমার আরো অনেক কাজ আছে, সেগুলো নিয়েই এখন ব্যস্ত আমি।

সূত্র বলছে, ১৫ মে তাহসানের সঙ্গে মিথিলার অভিষেক অনুষ্ঠানের পর প্রতিষ্ঠানটির আর তেমন কোনো বিশেষ আয়োজনে পাওয়া যায়নি তাদের। মিথিলাকে যুক্ত করেই ইভ্যালি ছেড়েছেন তাহসান! তার দুই মাসের মাথায় চুক্তি বাতিল করেছেন মিথিলাও। ছুটেছেন কলকাতায়। সেখানে তিনি ব্যস্ত তিনটি ছবির কাজে।

চুক্তি বাতিলের নন-ডিসক্লোজার শর্ত অনুযায়ী এটি নিয়ে আপাতত কিছু বলতে পারছেন না তাহসানের মতো মিথিলাও! বলা যায়, তুমুল তিক্ত অভিজ্ঞতা নিয়ে সম্পর্ক ছিন্ন করেও চুপ থাকতে বাধ্য হয়েছেন দু’জনে। তবে মিথিলা এটুকু নিশ্চিত করেছেন, ইভ্যালির সঙ্গে তিনি আর নেই।

আরেকটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, তাহসান ও মিথিলা প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিল করেছেন নেতিবাচক কিছু না বলার শর্তে। ফলে তারা এর সঙ্গে আর কোনোভাবেই যুক্ত নেই আবার শর্ত পালনের জন্য কিছু বলতেও পারছেন না।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন