জিবি নিউজ 24 ডেস্ক //
করোনার কারণে আইপিএলের চলতি আসরে দর্শক প্রবেশ নিষিদ্ধ ছিলো। তবে দ্বিতীয় পর্বে শুরু হওয়া আইপিএল গ্যালারিতে বসেই দেখতে পারবেন দর্শকরা।
বুধবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে আইপিএল কর্তৃপক্ষ।
কতৃপক্ষ জানায়, আইপিএল মাঠে গড়াবে আগামী ১৯ সেপ্টেম্বর। যেখানে বর্তমান ও ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বাইয়ের মুখোমুখি হবে তিনবারের শিরোপা জয়ী চেন্নাই সুপার কিংস। এই ম্যাচটি গুরুত্বপূর্ণ হবে কারণ করোনা পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত বিরতির পর আইপিএল দর্শকদের স্টেডিয়ামে স্বাগত জানাবে।
এর আগে ভারতে করোনাভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়ায় ২০২০ সালে টুর্নামেন্টটি সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়া হয়েছিলো। তখন দর্শকশূণ্য মাঠেই খেলা হয়েছিলো।
পরেরবার অর্থাৎ ২০২১ সালে করোনা ভয়াবহ আকার ধারণ করলে মাঝপথেই টুর্নামেন্ট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত বন্ধ হওয়া টুর্নামেন্ট দ্বিতীয়বারের মতো মাঠে গড়াবার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে এবারের আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের তিনটি ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজাহতে।
চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচ দিয়ে চলতি মাসের ১৯ তারিখ শুরু হবে আইপিএলের দ্বিতীয় অংশ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন