রিয়াল মাদ্রিদে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর সময় শেষের পথে। প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় এবং নতুন কোচ জাবি আলোনসোর পরিকল্পনায় জায়গা হারিয়েছেন তিনি। ক্লাব এখন তার জন্য নতুন গন্তব্য খুঁজছে। যেখানে প্রিমিয়ার লিগের চারটি দল আগ্রহ দেখিয়েছে।
গত মৌসুমে লা লিগায় ৩০ ম্যাচে মাত্র ৬ গোল করেছেন রদ্রিগো। চ্যাম্পিয়নস লিগে ১২ ম্যাচে ৫ গোল করলেও মৌসুমের শেষ দিকে ছন্দ হারান তিনি। ফিফা ক্লাব বিশ্বকাপেও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ছিলেন বেঞ্চে।
রিয়াল মাদ্রিদ চাইছে ম্যানচেস্টার সিটির সঙ্গে রদ্রিগোকে বিনিময়ে দিয়ে মিডফিল্ডার রদ্রি হার্নান্দেজকে দলে টানতে।
তবে গার্দিওলার প্রিয় এই খেলোয়াড়কে ছাড়তে রাজি নয় সিটি। ম্যানচেস্টার ইউনাইটেডও আগ্রহ দেখালেও এটি রদ্রিগোর পছন্দের ক্লাব নয়।
বর্তমানে লন্ডনের দুই ক্লাব টটেনহাম হটস্পার ও আর্সেনাল রদ্রিগোর দৌড়ে এগিয়ে রয়েছে। তবে তার ১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি এবং বছরে প্রায় ১২ মিলিয়ন ইউরো বেতন নিয়ে সমঝোতায় পৌঁছানো হবে প্রধান চ্যালেঞ্জ।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন