ইংলিশ প্রিমিয়ার লিগে গেল মৌসুমটা (২০২৪-২০২৫) একেবারেই ভালো হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। নতুন মৌসুমে ভালো কিছু করার প্রত্যয় রেডে ডেভিলদের। সে লক্ষ্যে দলকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন কোচ রুবেন অ্যামোরিম। প্রাক মৌসুম প্রস্তুতিতে ইতিবাচক বার্তাও দিচ্ছে ক্লাবটি।
রোববার যুক্তরাষ্ট্রের শিকাগোর সোলজার ফিল্ডে ক্লাব ফ্রেন্ডলিতে এফসি বোর্নমাউথকে ৪-১ গোলে হারিয়েছে নিউ লুকে মাঠে নামা ম্যানইউ। প্রাক মৌসুম প্রস্তুতিতে এটি রেড ডেভিলদের দ্বিতীয় ম্যাচ।
মাত্র আট মিনিটেই ম্যাচের প্রথম গোল করেন রাসমাস হয়লুন্দ। প্যাট্রিক ডোরগুর নিখুঁত এক ক্রস থেকে ফার পোস্টের দিকে মাথা ছুঁইয়ে দুর্দান্ত ফিনিশিং করেন তিনি।
গত মৌসুমে হয়লুন্দ প্রিমিয়ার লিগে মাত্র ৪টি গোল করেন এবং সাম্প্রতিক সময়ে নাপোলি ও জুভেন্টাস তাকে দলে নিতে প্রতি আগ্রহ দেখিয়েছে। কিন্তু ডেনিশ ফরোয়ার্ড নিজেই ম্যানইউতে থাকতে চান এবং এই গোল সেই আকাঙ্ক্ষাকেই আরও জোরালো করলো।
২৫ মিনিটে ম্যানইউর দ্বিতীয় গোলটি করেন প্যাট্রিক ডোরগু। মেসন মাউন্টের ফ্রি-কিক থেকে বল পেয়ে ডোরগু নিচু শটে গোল করেন। যদিও বোর্নমাউথের নতুন গোলরক্ষক জর্জ পেট্রোভিচ বলটি ঠেকাতে পারতেন।
দ্বিতীয়ার্ধে প্রচণ্ড বৃষ্টির মধ্যেও ম্যানইউ আরও ধারালো হয়ে ওঠে। ৫৩ মিনিটে আমাদ দিয়ালো বক্সের ভেতর থেকে ভিড়ের মধ্যে বল জালে পাঠান। যদিও মনে হচ্ছিল, বলটি হয়লুন্দের পায়ে লেগে গোল হয়েছে। দু’জনই গোল উদযাপন করতে কর্নার ফ্ল্যাগে ছুটে যান।
৭০ মিনিটে কোচ আমোরিম একসঙ্গে প্রায় পুরো দল পরিবর্তন করেন, কেবল গোলরক্ষক হিটন ছিলেন মাঠে। বদলি হিসেবে নামা ১৯ বছর বয়সী ফরোয়ার্ড ইথান উইলিয়ামস দলের চতুর্থ গোলটি করেন বুদ্ধিদীপ্ত ফিনিশে।
ম্যাচের শেষ মুহূর্তে একটি গোল হজম করে ম্যানইউ। ডেভিড ব্রুকসের ক্রস ম্যাথেইস ডি লিটের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে পড়ে, ফলে বোর্নমাউথ একটি সান্ত্বনার গোল পেয়ে যায়।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন