মৌলভীবাজারে লেকের পানিতে গোসল করে ফেরা হলনা বৃদ্ধের

gbn

কমলগঞ্জ প্রতিনিধি //

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ফাঁড়ি চা বাগানের লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে রামলাল রবিদাস গরিবা (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

 

 

 

বৃহস্পতিবার  (৩১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটলেও পরদিন শুক্রবার সকাল সাড়ে ৮টায় ফায়ার সার্ভিসের কর্মীরা মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে।

 

স্থানী সুত্রে জানা যায়, দেওছড়া চা বাগানের মৃত ব্রজনাথ রবিদাসের ছেলে রামলাল রবিদাস গরিবা প্রতিদিনের মতো গরু চরানোর পর গুছল করতে নামেন এ লেকে। কিন্তু ঘটনার দিন গুছলে নামার পর আর ফিরে আসেন নি। পরে পরিবারে লোকজন অনেক খুঁজাখুজি করে রাতে না পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসে খবর দেন।

 

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লেক থেকে ডুবে যাওয়া বৃদ্ধের মৃত দেহ উদ্ধার করে।

 

 

শমশেরনগর পুলিফ ফাঁড়ির এস আই মাসুদ আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরী করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে জানিয়ে পরিবারের কাছে মরদেহ দেওয়া হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন