শুল্ক থেকে বাঁচতে মেক্সিকোকে আরও ৯০ দিনের সময় দিলেন ট্রাম্প

gbn

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ও সেই আলোচনা ‘খুবই সফল’ হয়েছে। আলোচনায় দুই দেশের মধ্যে আগের বাণিজ্যচুক্তিটি আরও ৯০ দিনের জন্য বহাল রাখার সিদ্ধান্ত হয়।

ট্রাম্প বলেন, আমরা একে অপরকে আরও ভালোভাবে জানছি ও বুঝতে পারছি। মেক্সিকোর সঙ্গে চুক্তির বিষয়টি অন্য অনেক দেশের থেকে আলাদা, কারণ আমাদের মধ্যে সীমান্ত রয়েছে, যেখানে অনেক সমস্যার সঙ্গে সঙ্গে অনেক সম্ভাবনাও রয়েছে।

 

চুক্তি অনুযায়ী, মেক্সিকো আগামী ৯০ দিন আগের মতোই যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে নির্ধারিত শুল্ক পরিশোধ করবে। এর মধ্যে রয়েছে- ফেন্টানিলে ২৫ শতাংশ শুল্ক, গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক, স্টিল, অ্যালুমিনিয়াম ও কপারের ওপর ৫০ শতাংশ শুল্ক।

এছাড়া, মেক্সিকো তাদের সব ধরনের অশুল্ক বাণিজ্য প্রতিবন্ধকতা (যেমন কাগজপত্রের জটিলতা, আমদানি সীমাবদ্ধতা) তুলে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে।

 

ট্রাম্প আরও জানান, আগামী ৯০ দিনের মধ্যে দুই দেশ একটি পূর্ণাঙ্গ বাণিজ্যচুক্তির জন্য আলোচনা চালিয়ে যাবে। প্রয়োজনে সময় আরও বাড়ানো হতে পারে।

এই আলোচনায় উপস্থিত ছিলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও উপদেষ্টারা, যাদের মধ্যে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার, চিফ অব স্টাফ সুজি ওয়াইলস ও অভ্যন্তরীণ নিরাপত্তা উপদেষ্টা স্টিফেন মিলার।

আলোচনায় সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও অবৈধ অভিবাসন ঠেকাতে দুই দেশের মধ্যে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার বিষয়েও সম্মতি হয়েছে।

 

ট্রাম্প বলেন, আমাদের সীমান্তের নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ এবং অভিবাসন সমস্যা মোকাবিলায় একসঙ্গে কাজ করাই হবে এই চুক্তির মূল দিক।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন