আফগানদের পাকিস্তান ত্যাগে নতুন নির্দেশ জারি

gbn

পাকিস্তান সরকার শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় বসবাসরত আফগান নাগরিকদের দেশ ছাড়ার নতুন নির্দেশ জারি করেছে। এর পর পরই হাজার হাজার আফগান নাগরিক সীমান্তে ভিড় করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বিগত কয়েক দশকে একাধিক যুদ্ধের কারণে ও ২০২১ সালে তালেবান সরকার ফিরে আসার পর লাখ লাখ আফগান পাকিস্তানে আশ্রয় নেয়। ২০২৩ সালে প্রথমবার তাদের ফেরত পাঠানোর অভিযান শুরু হয়।

চলতি বছরের এপ্রিলে পুনরায় এ অভিযান চালু করা হয়। এ সময় পাকিস্তান সরকার লাখ লাখ আফগান নাগরিকের রেসিডেন্স পারমিট বাতিল করে দেয় এবং দেশ না ছাড়লে তাদের গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়।

 

বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার এক শীর্ষ সরকারি কর্মকর্তা মেহর উল্লাহ এএফপিকে বলেন, ‘আমরা স্বরাষ্ট্র দপ্তর থেকে নতুন করে সব আফগানকে সম্মানজনক ও সুশৃঙ্খলভাবে ফেরত পাঠানোর নির্দেশ পেয়েছি।’

চামান সীমান্তে থাকা এক শীর্ষ কর্মকর্তা হাবিব বিঙ্গলজাই বলেন, ‘চামান সীমান্তে শুক্রবার ফেরত যাওয়ার অপেক্ষায় ছিল প্রায় ৪ থেকে ৫ হাজার মানুষ।

 

সীমান্তের অপর প্রান্তে আফগানিস্তানের কান্দাহার প্রদেশে শরণার্থী নিবন্ধনের প্রধান আব্দুল লতিফ হাকিমি জানিয়েছেন, তারা শুক্রবার আফগানদের ফেরত যাওয়ার প্রবণতা বেড়েছে বলে জানতে পেরেছেন।

ইসলামাবাদ আফগানদের ‘সন্ত্রাসী ও অপরাধী’ বলে অভিহিত করলেও বিশ্লেষকরা বলছেন, এ নির্বাসন প্রচারণা মূলত সীমান্ত অঞ্চলে সন্ত্রাস দমনে তালেবান সরকারকে চাপ দেওয়ার কৌশল।

২০২৩ সাল থেকে এখন পর্যন্ত ১০ লাখের বেশি আফগান পাকিস্তান ছেড়েছে, যার মধ্যে এপ্রিলের পর সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে।

পাকিস্তানে অর্থনৈতিক সংকট ও নিরাপত্তাহীনতার কারণে আফগান অভিবাসীদের প্রতি দেশটির নাগরিকদের বিরূপ মনোভাব তৈরি হয়েছে ও এ নির্বাসন অভিযান ব্যাপক জনসমর্থন পাচ্ছে।

 

ইরানও আফগানদের বিরুদ্ধে বড় পরিসরের নির্বাসন অভিযান চালিয়েছে, যার ফলে ১৫ লাখের বেশি আফগান ইরান ত্যাগে বাধ্য হয়েছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন