ইংলিশ লিগের ক্লাব সান্ডারল্যান্ডের বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার কিউবা মিচেলের স্বপ্ন হামজা চৌধুরীর সঙ্গে লাল-সবুজ জার্সিতে খেলার। এরই মধ্যে তিনি বাংলাদেশের পাসপোর্টও করেছেন। বাফুফে তার জন্য আবেদন করেছে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা থেকে ইয়েসকার্ড পেলেই লাল-সবুজ জার্সিতে খেলতে আর কোনো বাধা থাকবে না মিচেলের।
ফিফা থেকে কবে অনুমতি পাবেন এবং কবে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলবেন, তার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে কিউবা ও তার ভক্তদের। তবে তার আগেই বাংলাদেশের ক্লাব ফুটবলে অভিষেক হয়ে যাবে সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলা এই মিডফিল্ডারের। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান রানার্সআপ দল বসুন্ধরা কিংসে নাম লিখিয়েছেন মিচেল।
কিউবা মিচেলকে বাংলাদেশে খেলানোর বিষয়টি দেখাশোনা করছিলেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। সেই বসুন্ধরা কিংসই চমক দেখালো মিচেলকে দলে নিয়ে। আগামী ১২ আগস্ট এএফসি চ্যালেঞ্জ লিগের খেলা আছে কিংসের। আন্তর্জাতিক ম্যাচ দিয়েই বসুন্ধরা কিংসে অভিষেক হবে তার। জানা গেছে, তিন মৌসুমের জন্য ১৯ বছর বয়সী মিচেল চুক্তিবদ্ধ হয়েছে কিংসের সাথে।
কিউবা মিচেলের জন্ম বার্মিংহামে। তার মা বাংলাদেশি এবং বাবা জ্যামাইকান। বার্মিংহাম সিটি দিয়ে তার ক্লাব ক্যারিয়ার শুরু। ২০২২ সালে প্রাথমিকভাবে দুই বছরের চুক্তিতে সান্ডারল্যান্ডে যোগ দেন।
২০২২-২৩ মৌসুমে সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে নিয়মিত খেলার সময়ই অনূর্ধ্ব-২১ দলের হয়ে অভিষেক হয়েছিল তার। ২০২৩-২৪ মৌসুমে তিনি অনূর্ধ্ব-২১ দলের হয়ে ১৬টি ম্যাচ খেলেন। ২০২৪ সালের ৪ জুলাই সান্ডারল্যান্ডের সঙ্গে ক্যারিয়ারে প্রথম পেশাদার চুক্তি সই করেন কিউবা মিচেল।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন