আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচেই ফিফটি করে সবার নজর কেড়েছিলেন অস্ট্রেলিয়ান তরুণ মিচেল ওয়েন। ২৩ বছর বয়সী তারকার ওই হাফসেঞ্চুরিটি ছিল সদ্যসমাপ্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে। ওই ম্যাচে তার ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে ওয়েনকে ‘বিস্ময় বালক’ খেতাব দিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাদা বলের অধিনায়ক মিচেল মার্শ।
সেই খেতাব নিয়ে এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডেও ডাক পেয়েছেন ওয়েন। প্রোটিয়াদের বিপক্ষে সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডেও থাকছেন তিনি। পাশাপাশি আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছেন ওয়েন।
অন্যদিকে ওয়েনের ফিফটি করার দিনে মাত্র ২ রানে আউট হওয়া টপঅর্ডার ব্যাটার জ্যাক ফ্রেজার-মার্গার্ক দুই স্কোয়াড থেকেই বাদ পড়েছেন। মূলত, স্টিভ স্মিথ এবং গ্লেন ম্যাক্সওয়ে ওয়ানডে থেকে অবসরের নেওয়ায় ওয়েনের দলে ঢোকার পথ খুলে।
অভিষেক টি-টোয়েন্টিতে ফিফটি উদযাপন ওয়েনের। ছবি: সংগৃহীত
টেস্ট দল থেকে বাদ পড়া মারনাস লাবুশেন ওয়ানডে দলে ফিরে এসেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস করার পর দুই ফরম্যাটেই দলে ফিরেছেন ট্রাভিস হেড।
অন্যদিকে টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স এবং ১০০ টেস্ট খেলা পেসার মিচেল স্টার্ক অ্যাশেজ সিরিজের জন্য নিজেদের বিশ্রামে রেখেছেন। তবে জশ হ্যাজলউড উভয় স্কোয়াডেই আছেন।
অস্ট্রেলিয়ান নির্বাচক প্রধান জর্জ বেইলি বলেন, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে এগিয়ে যাচ্ছি আর ওয়েস্ট ইন্ডিজ সফরে ফলাফলের বাইরে দলীয় গভীরতা ও নমনীয়তা ছিল দারুণ ইতিবাচক দিক। মিচ ওয়েন ও ম্যাট কুহনেমানের অভিষেক এবং নাথান এলিসের পাঁচ ম্যাচ খেলার জন্য প্রস্তুতি ছিল উল্লেখযোগ্য।’
আগামী ছয় মাসে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে অস্ট্রেলিয়া আরও ১৪টি টি-টোয়েন্টি খেলবে, সেই মিশন শুরু হবে আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি দিয়ে।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুহনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, ম্যাথিউ শর্ট, অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারে, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, ল্যান্স মরিস, মিচেল ওয়েন, ম্যাথিউ শর্ট, অ্যাডাম জাম্পা।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন