মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক ব্যতিক্রমধর্মী আয়োজন সম্পন্ন

gbn

রফিকুল ইসলাম কামাল//

মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান।

পুরো আয়োজনটি ছিল গত বছরের ‘জুলাই আন্দোলন’-এর স্মৃতিকে ঘিরে নির্মিত, যেখানে শিক্ষার্থীদের বেদনাদায়ক অভিজ্ঞতা, প্রতিজ্ঞা ও সৃজনশীলতাকে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে।

 

 

অনুষ্ঠানের শুরুতে ছিল একটি ফটো এক্সিবিশন, যেখানে ‘জুলাই আন্দোলন ২০২৪’-এর বিভিন্ন মুহূর্তের চিত্র তুলে ধরা হয়। এরপর প্রদর্শিত হয় একটি বিশেষ ডকুমেন্টারি, যা সেই সময়কার বাস্তবতা, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও আন্দোলনের নানা দিককে ফুটিয়ে তোলে। ডকুমেন্টারির পরে কয়েকজন শিক্ষার্থী তাদের অভিজ্ঞতা ও কার্যক্রম নিয়ে কথা বলেন।

পরে ‘জুলাই আন্দোলন’ বিষয়ক গ্রাফিতি উন্মোচন করা হয়, যা ছিল শিক্ষার্থীদের সৃজনশীলতার অনন্য বহিঃপ্রকাশ। অনুষ্ঠানের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক পর্ব, যার  মাধ্যমে জুলাইয়ের আবেগ ও বার্তা তুলে ধরা হয়।

এছাড়াও, আয়োজনস্থলে একটি রক্তদান বুথ স্থাপন করা হয়, যা ছিল প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স (PUSAB), মেট্রোপলিটন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর সহযোগিতায় বাস্তবায়িত। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রক্তদানের এই উদ্যোগটি একটি মানবিক বার্তা পৌঁছে দেয়।

 

এই আয়োজনের বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়,বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা, বোর্ড অব স্ট্রাস্টিজের বর্তমান চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের প্রতি।প্রত‍্যেকের সার্বিক সহযোগিতায় আয়োজনটি সফল হতে পেরেছে।

সাধারণ শিক্ষার্থীদের এমন উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ আজ ছিল স্মৃতিমেদুর ও অনুপ্রেরণায় পরিপূর্ণ। “রিমেম্বারিং জুলাই” আয়োজনটি উপস্থিত সকলের হৃদয়ে এক অনন্য দাগ রেখে যায়।

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন