রেকর্ড গড়ে আন্দ্রে রাসেলের বিদায়কে আরও বিষাদ করলেন ইংলিস-গ্রিন

gbn

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন, ঘোষণাটি আগেই দিয়ে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। সে অনুযায়ী আজ বুধবার বাংলাদেশ সময় সকালে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন এই ক্যারিবীয় তারকা।

মাঠে নামার সময় রাসেলকে গার্ড অব অনার প্রদান করেন ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। কিন্তু রাসেলের বিদায়ী ম্যাচের অভিজ্ঞতাটা ভালো হয়নি। এদিন ওয়েস্ট ইন্ডিজকে কোনো পাত্তাই দেয়নি অস্ট্রেলিয়া, ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে তারা।

 

আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের করা ৮ উইকেটে ১৭২ রানের জবাবে দিতে ২৮ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

কিংস্টনের সাবিনা পার্কে অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেটে ১৩১ রানের জুটি গড়েন জস ইংলিস ও ক্যামেরন গ্রিন। টি-টোয়েন্টিতে তৃতীয় উইকেটে এটি অসিদের সবচেয়ে বড় জুটি। এর আগে ২০১৪ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটের জুটিতে ১১৮ রান করেছিলেন অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েল। রেকর্ড এই জুটিতেই ডোবে ওয়েস্ট ইন্ডিজ।

 

ইংলিস ও গ্রিনের এই জুটি শেষ হয়ে যেতে পারতো ৪ রানের মাথায়ই। কিন্তু স্পিনার গুদাকেশ মতির করা সপ্তম ওভারের দ্বিতীয় বলে ইংলিসের একটি ক্যাচ ফেলে দেন রাসেল। ওই ওভারে আরও দুইবার জীবন পান গ্রিনও। এরপর জীবন পাওয়া এই দুইজনই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ইংলিস ৩৩ বলে ৭৮* (৭ চার ৫ ছক্কা) ও গ্রিন ৩২ বলে ৫৬* (৩ চার ৪ ছক্কা) রান করেন।

 

 

 

সব মিলিয়ে রাসেল এই ম্যাচে দুটি ক্যাচ ফেলেন। তার রান খরচায় গড়ও ছিল সবচেয়ে বেশি। মাত্র ১ ওভার বোলিং করে ১৬ রান দেন ডানহাতি এই মিডিয়াম পেসার। বিদায়ী ম্যাচ প্রত্যেক ক্রিকেটারের জন্যই কষ্টের। কিন্তু আজ যেসব পারফরম্যান্স করলেন রাসেল, তাতে তার কষ্ট আরও বেড়ে গেছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন