জিবি নিউজ প্রতিনিধি//
শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের হতাহত শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রকাশসহ নানা দাবিতে সিলেট শিক্ষা বোর্ড ও এর সামনের সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা।
এতে সিলেট-জকিগঞ্জ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে, ততক্ষণ আমরা সড়ক ছাড়বো না।
তারা অভিযোগ করেন, আমরা দেখেছি কীভাবে মাইলস্টোনে শিশুরা মারা গেছে। কিন্তু সরকার এখনও ঠিক কতজন নিহত হয়েছে—সে বিষয়ে সঠিক তথ্য দিচ্ছে না। আমরা আরও দেখেছি এইচএসসি পরীক্ষাকে ঘিরে ছলচাতুরি করা হচ্ছে।
বিক্ষোভকারীরা অবিলম্বে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।
এ সময় আন্দোলনরতরা আগামীকাল (বুধবার) সকালে সিলেটের চৌহাট্টায় নতুন করে ব্লকেড কর্মসূচি পালনেরও ঘোষণা দেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন