মাইলস্টোন ট্র্যাজেডি : সিলেট ঢেকেছে শোকের ছায়ায়, সাথে উত্তেজনা

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার রেশে পুরো দেশ স্তব্ধ, আর শোকের গভীর ছায়া নেমে এসেছে সিলেটজুড়ে। গত সোমবার দুপুর ১টার কিছু পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। মুহূর্তেই বিমান ও ভবনে আগুন ধরে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১৬৫ জন।

 

 

 

এই হৃদয়বিদারক ট্র্যাজেডিতে পুরো দেশের সাথে কেঁদেছে সিলেটও। মঙ্গলবার ও বুধবার শহরের বিভিন্ন মসজিদে নিহতদের রূহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত হয়। কান্নাজড়িত কণ্ঠে মানুষ দোয়া করে, প্রার্থনায় অংশ নেয় হাজারো মুসল্লি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে শোকবার্তা ও সহানুভূতির ঢেউ। সিলেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করে বিবৃতি দিয়ে নিহতদের প্রতি সম্মান ও শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে থাকার বার্তা জানাচ্ছে।

 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট জেলা আইনজীবী সমিতি, কর আইনজীবী সমিতি, রোটারি ক্লাব অব জালালাবাদসহ বিভিন্ন শিক্ষা ও পেশাজীবী সংগঠন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও গভীর শোক জানানো হয়। বিমানবন্দর থানা বিএনপি ও আলোর অন্বেষণ সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

এই ঘটনা শুধু রাজধানী নয়, পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ভয়াবহতা, সন্তানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে অভিভাবকদের মনে। তাঁরা দাবি তুলেছেন—ভবিষ্যতে যেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে, সে বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

 

 

এদিকে, ঢাকায় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ করেন সিলেটের শিক্ষার্থীরা। শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে শ্লোগানে মুখরিত হয়ে তারা সড়ক অবরোধ করেন। বেশ কয়েক ঘন্টা ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল, পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।

 

তবে উত্তেজনা থামেনি। বুধবারও শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। সকাল থেকে সিলেটের চৌহাট্টায় সড়ক অবরোধসহ আরও বড় আন্দোলনের প্রস্তুতি চলছে। দাবি—শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, ঘটনার সঠিক তদন্ত ও মাইলস্টোন ট্র্যাজেডির প্রকৃত তথ্য প্রকাশ।

 

 

সিলেট এখন শুধু শোকাবেগে স্তব্ধ নয়—একই সঙ্গে উত্তপ্ত। শোকের সঙ্গে যুক্ত হয়েছে প্রশ্ন, ক্ষোভ, এবং জবাবদিহির প্রত্যাশা।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন