জিবি নিউজ প্রতিনিধি//
শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সিলেটে অভিনব প্রতিবাদ করেছে এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা। তারা রাস্তায় জামায়াতে নামাজ আদায় ও দোয়া করেছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকালে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে পবিত্র আসরের নামাজের সময় হলে তারা রাজপথেই জামাতে নামাজ আদায় করে।
এরপর দোয়া মাহফিল অনুষ্টিত হয়। দোয়ায় তারা ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত কোমলমতি শিক্ষার্থীদের জন্য দোয়া করেন। পাশাপাশি রাত তিনটায় পরীক্ষায় এইচএসসি পরীক্ষা স্থগীতের ঘোষণা দেওয়ার সাথে জড়িত শিক্ষা উপদেষ্টাসহ শিক্ষাসচিব এবং সংশ্লিষ্ট অন্যান্য সব কর্মকর্তার হেদায়েত কামনা করেন।
তারা আহত শিক্ষার্থীদেরও দ্রুত আরোগ্য কামনা করেছেন।
উল্লেখ্য, ঢাকার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ার ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনার পর পরীক্ষা স্থগীতের ঘোষণা না দেওয়ায় এবং রাত তিনটায় আবার পরীক্ষা স্থগীত করার ঘোষণা ক্ষুব্ধ হয়ে উঠেন সারাদেশের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকালে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ে প্রবেশের খবর দেশব্যাপী ছড়িয়ে পড়লে সিলেটের এইচএসসি পরীক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। তারা সিলেট শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এক পর্যায়ে সিলেট-জকিগঞ্জ সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন