ঢাকার উত্তরায় ভয়াবহ এক বিমানদুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশে। এরই মধ্যে ১৯ জন নিহত হয়েছেন। দগ্ধ অন্তত ২০০ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে।
আজ সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে শিশু-কিশোর শিক্ষার্থীসহ অনেকে হতাহত হয়েছেন।
এই ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।।
আগামীকাল মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিতীয় টি-টোয়েন্টি। ম্যাচের দিন অর্ধনমিত রাখা হবে বাংলাদেশ বিসিবির পতাকা। ম্যাচে কালো ব্যাজ ধারণ করবেন বাংলাদেশি ক্রিকেটাররা।
বিসিবির মিডিয়া ম্যানেজার ইমাম জাগো নিউজকে এ খবর নিশ্চিত করে বলেন, ‘বিমান দুর্ঘটনায় নিহত-আহতদের স্মরণে আমাদের দল কালো ব্যাজ পরবে। এছাড়া ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করবে দুই দল।’
দুই দলই ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করবে। তবে সফরকারী দল কালো ব্যাজ ধারণ করবে কি না- সেটি এখনো নিশ্চিত নয়। কেননা সফরকারী দলের জন্য সেটা বাধ্যতামূলক নয়। তবে যেহেতু মানবিক ঘটনা, সেক্ষেত্রে পাকিস্তানের ক্রিকেটাররাও কালো ব্যাজ ধারণ করতে পারেন।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন