ধারা ভেঙে কর্তোয়ার সঙ্গে নতুন চুক্তিতে যাচ্ছে রিয়াল

gbn

বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৬ সালে, আরও এক বছর পর। কিন্তু তার আগেই থুবো কর্তোয়ার সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগার ক্লাবটি কোনোভাবেই বেলজিয়ান এই গোলরক্ষককে ছাড়তে চায় না বলেই অগ্রীম চুক্তির উদ্যোগ।

যদিও এখন পর্যন্ত নতুন চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন নিজস্ব সূত্রের বরাতে এসব তথ্য জেনেছে।

 

সূত্রমতে, কর্তোয়ার সঙ্গে আরও দুই বছরের চুক্তির বিষয়ে সম্মত হয়েছে রিয়াল। সে হিসেবে ২০২৭ সালের জুন পর্যন্ত সান্তিয়াগো বানাব্যুতে থাকবেন ৩৩ বছর বয়সী এই বেলজিয়ান গোলরক্ষক।

সাধারণত ৩০ বছরের বেশি বয়সী খেলোয়াড়দের সঙ্গে এক বছরের জন্য চুক্তি নবায়ন করে রিয়াল। তবে কর্তোয়ার ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে বা ধারা ভেঙে দুই বছরের চুক্তি করতে যাচ্ছে ক্লাবটি।

 

২০১৮ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি থেকে রিয়ালে যোগ দেন কর্তোয়া। এরপর ২০২১ সালে ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির সঙ্গে আরও চার বছরের চুক্তি করেন তিনি।

রিয়ালের জার্সিতে নিজেকে বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য গোলরক্ষক হিসেবে প্রমাণ করেছেন কর্তোয়া। ক্লাবটির হয়ে ২টি চ্যাম্পিয়ন্স লিগ এবং ৩টি লা লিগা শিরোপা জিতেছেন তিনি।

২০২৪-২৫ মৌসুমে হতাশাজনক পারফরম্যান্সের পর এখন জাবি আলোনসোর অধীনে নিজেদের ঢেলে সাজাতে চায় রিয়াল। সেই লক্ষ্যে কাউকে ছেড়েছে, আবার নতুন খেলোয়াড়ও এনেছে। নতুন সাইনিংয়ের তালিকায় আছেন ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, ডিন হুইসেন, আলভারো ক্যাররাস ও ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো অন্যতম। আর ক্লাব ছেড়েছেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন