পাকিস্তানের হেড কোচ মাইক হ্যাসন মিরপুর শেরে বাংলার উইকেটের তীব্র সমালোচনা করেছেন। তার অনুভব, এই উইকেট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যে দলটা এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে সেই দলের জন্য একদমই অনুপযোগী, মোটেই আদর্শ উইকেট না। এই উইকেট কিছুতেই আন্তর্জাতিক মানের না।
পাকিস্তান হেড কোচ শেরে বাংলার উইকেটের সমালোচনা করলেও ৭০ রানে ৬ উইকেট পতনের পরও তার দলের পেসার আব্বাস আফ্রিদী একাই ৩ ছক্কা হাঁকিয়েছেন। বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমনও ৫ ছক্কা হাঁকিয়েছেন এই উইকেটে।
অতিবড় সমালোচকও উইকেটে খারাপ কিছু দেখছেন না। কেউ বলছেন না, উইকেটের গতি ও বাউন্সে সমস্যা ছিল। সবার জানা শেরে বাংলার পিচ বরাবরই স্লো। বল একটু দেরিতে আসে। খানিক নিচুও হয়। আজও মোটামুটি সেই ধারাই অব্যাহত ছিল। তবে গতি ও বাউন্স কোনোটাই খুব কম ছিল না। অন্য সময় যেমন থাকে আজও তাই ছিল।
সেই উইকেটের এমন সমালোচনা কেন? প্রশ্ন অনেকেরই।
খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে পাকিস্তানী কোচের এমন সমালোচনা নিয়ে বাংলাদেশের হাফ সেঞ্চুরিয়ান (৫৬ রান অপরাজিত) পারভেজ হোসেন ইমনকে জিজ্ঞাসা করা হলে তিনি কিছুতেই তা মানতে চাননি। ইমনের কথা, নাহ! আমার কাছে কখনোই মনে হয়নি উইকেট অগ্রহণযোগ্য। এমন কিছুই মনে হয়নি। আমরা ১১০ রান করছি ১৬ ওভারে। যদি ২০ ওভার খেলতাম, তাহলে ১৬০ রান করতে পারতাম। তো আমার কাছে এমন কিছু মনে হয়নি। হতে পারে ওরা মানিয়ে নিতে পারেনি, আমরা মানিয়ে নিতে চেষ্টা করছি।‘
ইমনের অনুভব, তার দলের বোলাররা বিশেষ করে, মোস্তাফিজ খুব ভাল বোলিং করেছে। `খুব ভালো বোলিং করছে মোস্তাফিজ ভাই। বাকিরাও অনেক ভালো করছে এ কারণে আমরা ওদের কম রানে আটকে রাখতে পেরেছি।‘
সামুগ্রিকভাবে শেরে বাংলার উইকেট সম্পর্কে আপনার মূল্যায়ন কী? বাংলাদেশ ওপেনার ইমনের ব্যাখ্যা, `বোলারদের জন্য মিরপুরের উইকেটে একটু বেনিফিট থাকে এটা নরমাল ব্যাপার। চেষ্টা করছি যত দ্রুত উইকেটটা অ্যাসেস করে সেট হওয়া যায়।‘
পারভেজ ইমন যথার্থই বলেছেন। বাংলাদেশের ব্যাটারদের শেরে বাংলার পিচের চরিত্র খুব ভাল জানা। তারা উইকেট বুঝে খুব দ্রুত মানিয়ে নেয়ার চেষ্টা করেছেন। পাকিস্তানীরা যা পারেনি।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন