নাটকীয়তায় ভরপুর ম্যাচে সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে নারী ইউরোর সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। এই ম্যাচে দুইবার পেনাল্টি মিস করেছে স্পেনের মেয়েরা। নারী ইউরোর ইতিহাসে এই প্রথমবার এক ম্যাচে দুটি পেনাল্টি মিস করেও জিতলো কোনো দল।
টুর্নামেন্টে এর আগেও এক ম্যাচে দুইটি পেনাল্টি মিসের চিত্র দেখা গেছে, সেটি ২০১৩ সালে জার্মানি ও নরওয়ের মধ্যকার ফাইনালে। ওই ম্যাচে দুটি পেনাল্টি মিস করেছিল নরওয়ে। কিন্তু তারা ম্যাচটি হেরে যায়, ১-০ ব্যবধানের জয়ে শিরোপা ঘরে তোলে জার্মানি।
গতকাল শুক্রবার বার্নে অনুষ্ঠিত ম্যাচ জিতে আরও একটি রেকর্ড করেছে স্পেন। ইউরোর ইতিহাসে প্রথম কোনো নকআউট ম্যাচ জিতেছে তারা। এর আগে ২০১৩, ২০১৭ ও ২০২২ সালের কোয়ার্টার ফাইনাল এবং ১৯৯৭ সালের সেমিফাইনালে (গ্রুপ পর্ব থেকে সরাসরি সেমি) হেরেছিল স্পেন।
আগামী বৃহস্পতিবার জুরিখে দ্বিতীয় সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে স্পেন।
ম্যাচের শুরুতেই প্রথম পেনাল্টি মিস করে স্পেন। ফাউলের শিকার হওয়ার পর নিজেই পেনাল্টি নিতে গিয়ে বলটি পোস্টের বাইরে মেরে দেন মারিওনা ক্যালদেন্তেকে। দ্বিতীয় পেনাল্টি মিস করে অ্যালেক্সিয়া পুতেলাস, ৮৮ মিনিটে।
এই ম্যাচে প্রথমার্থে বেশ কয়েকটি আক্রমণ করে স্পেন। তবে সুইসদের দৃঢ় রক্ষণভাগ তাদের গোল করতে দেয়নি। যার ফলে গোলশূন্যভাবে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে পাঁচ মিনিটের ব্যবধানে দুইটি গোল করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। বদলি ফুটবলার আথেনেয়া দেল কাস্তিয়ো (৬৬ মিনিটে) ও ক্লাউদিয়া পিনা (৭১ মিনিটে) চমৎকার গোল করে স্পেনের জয় নিশ্চিত করেন।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন