‘সন অব সর্দার ২’-এর মুক্তি এক সপ্তাহ পিছিয়ে গেছে। বলিউডের নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডার পাশে দাঁড়াতেই অজয় দেবগন এই সিদ্ধান্ত নিয়েছেন।
প্রতিটি শুক্রবারেরই থাকে নতুন গল্প বলার সুযোগ। ঠিক তেমনই, চলতি বছরের ১৮ জুলাই বলিউড পেয়েছে দুই নতুন তারকাকে। তারা হলেন আহান পান্ডে ও অনীত পাড্ডা। মোহিত সুরি পরিচালিত চলচ্চিত্র ‘সায়ারা’ মুক্তির দিনেই ২০.২৫ কোটি রুপির আয় করে এই দুই নবাগতকে তুলে এনেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এই নবাগতদের প্রতি সমর্থন জানিয়ে ও তাদের সিনেমাকে আরও সময় দিতে অজয় দেবগন এবং জিও স্টুডিওসের টিম সিদ্ধান্ত নিয়েছে ‘সন অব সর্দার ২’ ছবির মুক্তি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হবে।
একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘বর্তমান সময়ে যেসব সিনেমায় বড় তারকা নেই সেসবের পক্ষে টিকে থাকা কঠিন। ‘সায়ারা’-এর মতো একটি ছবি যখন দুই নতুন মুখকে প্রতিষ্ঠিত করছে, তখন একজন অভিজ্ঞ অভিনেতা হিসেবে অজয় দেবগন তাদের সফলতার জন্য পেছনে সরে দাঁড়াতে দ্বিধা করেননি।’
নতুন তারিখ অনুযায়ী ‘সন অব সর্দার ২’ মুক্তি পাবে ১ আগস্ট। যার ফলে ছবিটি ‘ওয়ার ২’-এর আগমনের আগ পর্যন্ত দুই সপ্তাহের সময় পাবে।
চলচ্চিত্র অঙ্গনে যেখানে অনেক অভিনেতাই হয়ে পড়েন প্রতিযোগিতামুখী ও আত্মকেন্দ্রিক সেখানে একজন সিনিয়র শিল্পী হিসেবে অজয়ের এমন উদ্যোগ সিনেমার কল্যাণের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি। আহান পান্ডে, অনীত পাড্ডা এবং আদিত্য চোপড়াকে শুভেচ্ছাও জানিয়েছেন অজয়। তাদের ছবির সাফল্যের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করছেন।
‘সন অব সর্দার ২’ পরিচালনা করছেন বিজয় কুমার অরোরা। চলচ্চিত্রটিতে অজয় দেবগনের সঙ্গে থাকছেন ম্রুনাল ঠাকুর। এছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় মিশ্র, রবি কিষাণ, মুকুল দেব, চাঙ্কি পান্ডে, দীপক ডোব্রিয়াল, কুব্বরা সাইত, বিন্দু দারা সিং এবং শরৎ সাক্সেনা প্রমুখ।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন