নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ //
সিলেটের জকিগঞ্জ পৌর এলাকার কেছরী গ্রামে অবস্থিত সরকার নিবন্ধিত সামাজিক ও ক্রীড়া সংগঠন বর্ণালী ক্লাব–এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার রাতে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদি ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জবরুল হোসেন ইমন।
এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এমদাদুর রহমান এবাদ ও রিয়াজ উদ্দিন শিরন। সভায় ক্লাবের বিভিন্ন সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন, সহ সাধারণ সম্পাদক হাবিবুল আলম ও ওয়াহিদুর রহমান সিজান, কোষাধ্যক্ষ মঞ্জুরুল করিম মঞ্জুর, সহ কোষাধ্যক্ষ বাদল আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহান আহমদ, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সারোয়ার হোসেন, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাজু আহমদ, সাংগঠনিক সম্পাদক ছায়েফ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আবিদ জুয়েল, প্রচার বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, সহ প্রচার বিষয়ক সম্পাদক ইকবাল আহমদ সাবেল, সদস্য দেলোওয়ার হোসেন দিলু, রাজু আহমদ বতাই, ইয়াহিয়া আহমদ, সদস্য সুহেল আহমদ, সদস্য সাহেদ আহমদ।
বর্ণালী ক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক জবরুল হোসেন ইমন জানান, তরুণ ও যুবসমাজকে সংগঠিত করে ক্রীড়া ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার লক্ষ্যেই বর্ণালী ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল।
নবগঠিত কমিটির সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় খেলাধুলায় অংশগ্রহণসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কাজে ক্লাবটি আগের মতোই সক্রিয় ভূমিকা পালন করে যাবে।
আগামী দুই বছর নতুন কমিটির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ক্লাবের কার্যক্রম ও সুনাম অক্ষুণ্ণ রেখে ক্রীড়াঙ্গনে উজ্জ্বল ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন