শ্রীমঙ্গলে জাসাস নেতার বি র দ্ধে চাঁদাবাজির অ ভি যো গ

gbn

মৌলভীবাজার প্রতিনিধি //

শিক্ষকের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক  জাসাস নেতার বিরুদ্ধে।  অভিযুক্ত নেতা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক সংস্থার পৌর শাখার সাধারণ সম্পাদক জাহেদ আলী।

 

 

 

জানা গেছে, গত শনিবার সকালে শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুর তরফদারের বাসায় গিয়ে মব সৃষ্টি করে ৫০ হাজার টাকা চাঁদা নিয়েছেন বলে অভিযোগ করেছেন ওই শিক্ষক।

 

জহুর তরফদার হোয়াটসঅ্যাপে বলেন, শনিবার সকালে জাহেদ আলীর নেতৃত্বে কয়েকজন আমার বাসায় আসেন। তারা আমাকে বলেন, আমি মামলার আসামী হয়ে বাড়িতে কিভাবে আছি।

 

 

এসময় তারা মুঠোফোনে বিভিন্ন জায়গায় ফোন দিচ্ছিলেন। আমার বাড়িতে অসুস্থ মা রয়েছেন। এই পরিস্থিতিতে তারা আমার কাছে টাকা দাবী করে। আমি নিরুপায় হইয়া তাদেরকে ৫০ হাজার টাকা দিয়েছি।

 

 

চাঁদার  অভিযোগ অস্বীকার করে জাহেদ আলী বলেন, আমাদের কয়েকজন ছোট ভাই আমাকে ফোনে জানান একাধিক মামলার আসামি জহুর তরফদার বাড়িতে আছেন। এমন খবর পেয়ে সেখানে যাই। তবে চাঁদা নেওয়ার বিষয়টি সঠিক না।

 

এ বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে ভুক্তভোগীর পক্ষ থেকে এরকম কোনো অভিযোগ পাইনি। মামলার আসামি হলেও কারো বাসায় মব সৃষ্টি করে চাঁদাবাজি করা বেআইনি। তদন্ত সাপেক্ষে চাঁদাবাজির সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন