জকিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে উইমেন্স মডেল কলেজ অধ্যক্ষের মতবিনিময়

gbn

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ //

সিলেটের উইমেন্স মডেল কলেজের একযুগপূর্তি উপলক্ষে শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কলেজের অধ্যক্ষ আবুল ওয়াদুদ তাপাদার।

 

 

 

শনিবার বিকেলে জকিগঞ্জ প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মূলধারার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীরা।

 

সভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সঞ্চালনায় ছিলেন যুগ্ম সম্পাদক এনামুল হক মুন্না। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু করেন শিক্ষক ফয়ছল আহমদ।

 

 

মতবিনিময় সভায় অধ্যক্ষ ওয়াদুদ তাপাদার বলেন, "একযুগে উইমেন্স মডেল কলেজ সিলেটের গর্বে পরিণত হয়েছে। মেধাবী ও স্বপ্নবাজ মেয়েদের পছন্দের শীর্ষে এখন এই প্রতিষ্ঠান।" তিনি আরও জানান, প্রতিষ্ঠার শুরুতে মাত্র ৪৪ জন শিক্ষার্থী ও ১২ জন শিক্ষক থাকলেও বর্তমানে ৬০০-এর বেশি শিক্ষার্থী ও ৪১ জন অভিজ্ঞ শিক্ষক রয়েছেন। প্রতি বছরই শিক্ষার্থীরা মেডিকেল ও দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়ে প্রতিষ্ঠানের সুনাম বাড়াচ্ছে।

 

 

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য আমরা সুলভ ও নিরাপদ হোস্টেল সুবিধা চালু করেছি। প্রতি মাসে মাত্র ৮-১০ হাজার টাকায় থাকা-খাওয়ার সুযোগ থাকছে। প্রতি ২০ জন শিক্ষার্থীর জন্য একজন আবাসিক শিক্ষিকা নিয়োজিত আছেন।"

 

প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "এই যুগে প্রযুক্তি ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই মাল্টিমিডিয়া ক্লাসরুম, মাসিক পাঠ পরিকল্পনা ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দিয়ে মূল্যায়নমূলক পরীক্ষা চালু করেছি। এতে শিক্ষার্থীরা নিজেদের দুর্বলতা ও সক্ষমতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাচ্ছে।

 

 

সভায় বক্তব্য রাখেন জহুরচান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ ও সিনিয়র সাংবাদিক এম. আব্দুল্লাহ আল মামুন, জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, এবং জকিগঞ্জ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস আলম।

 

 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, সিনিয়র সহ-সভাপতি মো. এখলাছুর রহমান, সহ-সভাপতি রহমত আলী হেলালী, সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্কর, কোষাধ্যক্ষ আল হাছিব তাপাদার, ক্রীড়া, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক এম. আব্দুল্লাহ আল মাসউদ তরফদার, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক কে এম মামুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিপন আহমদ, সদস্য মো. ইউনুছ আলী, মাসুম আহমদ খান, আবু বকর মো. ফয়ছল প্রমুখ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন