বাংলাদেশ জাতীয় দলে উপেক্ষিত হলেও বিদেশি লিগগুলোতে এখনো দাপিয়ে বেড়াচ্ছেন ৩৮ বছরের সাকিব আল হাসান। এবার তিনি অধিনায়ক হয়েছেন ম্যাক্স সিক্সটি টুর্নামেন্টে মিয়ামি ব্লেজের। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।
টি-টেন লিগের এই টুর্নামেন্ট আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। প্রথম ম্যাচেই মাঠে নামবেন সাকিব। তার দল মিয়ামি খেলবে বোকা রেটন ট্রেইলব্লেজার্সের বিপক্ষে। এই দলে আছে অস্ট্রেলিয়ান সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার।
সাকিব এখন বেশ ব্যস্ত। গতকালও খেলেছেন গ্লোবাল সুপার লিগে। ওই টুর্নামেন্টে প্রথম ম্যাচে ব্যাটে-বলে ঝলক (ফিফটি ও ৪ উইকেট) দেখালেও তার পরের তিন ম্যাচে সেভাবে পারফর্ম করতে পারেননি সাকিব। তার দল দুবাই ক্যাপিটালস টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে।
এবার সাকিব খেলবেন টি-টেন টুর্নামেন্টে। ম্যাক্স সিক্সটি নামক টুর্নামেন্টের দ্বিতীয় আসর মাঠে গড়াচ্ছে আজ। সাত দলের এই টুর্নামেন্ট সপ্তাহব্যাপী চলবে। ফাইনাল ২৪ জুলাই।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন