জিবি নিউজ | মৌলভীবাজার ||
গতকাল ২০ শে জুলাই রোববার সন্ধ্যায় মৌলভীবাজার শহরের এক অভিজাত রেস্টুরেন্টে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন, মৌলভীবাজার জেলা শাখার অভিষেক ২০২৫ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দৈনিক গণজাগরণ পত্রিকার নির্বাহী সম্পাদক আনহার আহমদ সমশাদ। বিশিষ্ট সাংবাদিক, টিভি ওয়ান ইউকের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম এর সভাপতিত্বে ও বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক পায়েল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আ্যডভোকেট নুরুল ইসলাম শেফুল, সাধারণ সম্পাদক মৌলভীবাজার প্রেসক্লাব, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মতিন বকস, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি জনাব খালেদ চৌধুরী, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক সৈয়দ মুনিম আহমদ রিমন, বাংলাদেশ সাংবাদিক সমিতি মৌলভীবাজার জেলা ইউনিটের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাপ্তাহিক পূর্বদিকের সম্পাদক মুজাহিদ আহমদ। বিপুল সংখ্যক সাংবাদিক বৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধির উপস্থিতিতে অনারম্বর এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ কামাল আহমদ বাবু, এটিএন বাংলার সাংবাদিক সৈয়দ মহসিন পারভেজ, দেশ টিভির সাংবাদিক সালেহ এলাহি কুটি, সাপ্তাহিক দেশপক্ষ পত্রিকার সম্পাদক মৌসুফ এ চৌধুরী, সাংবাদিক দেওয়ান মোনাকিব চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হুসেন চৌধুরী মুর্শেদ, বিশিষ্ট ছড়াকার আবু সাঈদ রুপিয়ান, সৈয়দ বদরুল হক টিটু, সৈয়দ মিনহাজুল আবেদিন মাহের সহ অন্যানরা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথি বৃন্দের মাধ্যমে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের নবগঠিত কমিটির সদস্যদের ফুলের তোড়া ও লাইফলাইন ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সৌজন্যে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে বরণ করে নেওয় হয়। অনুষ্ঠানের শেষ পর্বে গ্রীনলাইফ প্রাইভেট হাসপাতালের সৌজন্য র্যাফেল ড্র এর পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন