এনডিসিতে জাপানের পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা কৌশল

gbn

জাতীয় প্রতিরক্ষা কলেজে (এনডিসি) সমসাময়িক জাপান: ‘পররাষ্ট্রনীতি, নিরাপত্তা ও উন্নয়ন কৌশল এবং জাপান-বাংলাদেশ সম্পর্ক’ শীর্ষক লেকচার দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম তাকাহাশি নাওকি।

শনিবার (২০ জুলাই) অনুষ্ঠিত এ লেকচারে তিনি জাপানের নিরাপত্তা কৌশল ও কূটনৈতিক অগ্রাধিকার তুলে ধরেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকার জাপান দূতাবাস।

 

‘মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক’ বিষয়ক জাপানের দৃষ্টিভঙ্গি ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন তাকাহাশি। পাশাপাশি কৌশলগত অংশীদারত্বের ভিত্তিতে জাপান-বাংলাদেশ সম্পর্কের বর্তমান অগ্রগতি এবং সম্ভাবনার দিকগুলো নিয়ে আলোচনা করেন তিনি।

আলোচনায় এনডিসির ১৮টি দেশের প্রতিনিধিসহ মোট ৯৭ জন কোর্স সদস্য অংশ নেন। তারা জাপান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে তাকাহাশির সঙ্গে আলোচনা করেন।

 

 

 

এনডিসি ও জাপান দূতাবাসের এই আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে জাপানের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিষয়ে ধারণা স্পষ্ট করতে সহায়তা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন