ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দুই পৃথক ঘটনায় ভারতীয় নারী দলের ওপেনার প্রতিকা রাওয়ালকে শাস্তি দিয়েছে আইসিসি।
শুক্রবার বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি নিশ্চিত করেছে, সাউথাম্পটনে অনষ্ঠিত হওয়া ওই ম্যাচে আইসিসির আচরণবিধি লঙ্ঘন করেছেন প্রতিকা। যে কারণে তাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। অল্প সময়ের ব্যবধানে দুই ভিন্ন ঘটনায় তাকে এই শাস্তি দেওয়া হয়।
১৮তম ওভারে দৌড়ে এক রান নেওয়ার সময় ইংল্যান্ডের পেসার লরেন ফিলারকে ধাক্কা দেন প্রতিকা। পরবর্তী ওভারে আউট হওয়ার পর ড্রেসিং রুমে ফেরার পথে ইংলিশ স্পিনার সোফি একলস্টোনের সঙ্গেও একই ধরনের আচরণ করেন তিনি।
জরিমানার পাশাপাশি প্রতিকার নামের সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এটি তার প্রথম শাস্তিযোগ্য অপরাধ।
অন্যদিকে নির্ধারিত সময়ে এক ওভার কম বোলিং করায় (স্লো ওভাররেট) ইংল্যান্ড দলকে ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
এই দুই ঘটনার জন্য কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। কারণ, ম্যাচ রেফারি সারাহ বার্টলেট কর্তৃক আরোপিত শাস্তি স্বীকার করে নিয়েছেন প্রতিকা ও ইংল্যান্ড অধিনায়ক নাট স্কিভার ব্রান্ট।
সিরিজের প্রথম ম্যাচে দীপ্তি শর্মার ঝলমলে হাফসেঞ্চুরি ও অলরাউন্ডার স্নেহ রানা’র অসাধারণ পারফরম্যান্সের ওপর ভর করে ভারত ৪ উইকেটে জয় পায়। সিরিজের পরবর্তী দুই ওয়ানডে যথাক্রমে ১৯ ও ২২ জুলাই।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন