যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সান্তা মনিকা বুলেভার্ডে একদল মানুষের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ২৮ জন আহত হয়েছে। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক ও ছয়জন গুরুতর আহত হয়েছে বলে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি) জানিয়েছে।
নর্থ ভারমন্ট এভিনিউতে একটি নৈশক্লাবের কাছে স্থানীয় সময় শনিবার মধ্যরাত ২টার দিকে ঘটনাটি ঘটে, যা সান্তা মনিকা বুলেভার্ডের চৌরাস্তার কাছাকাছি। অঞ্চলটি রাত্রীকালীন জীবনযাপনের জন্য সুপরিচিত।
এলএএফডির ক্যাপ্টেন অ্যাডাম ভ্যানগার্পেন জানান, আহতদের একজনের শরীরে গুলির চিহ্ন রয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা গুলির শব্দও শুনেছে। তিনি বলেন, ‘ঘটনাটি পুলিশের তদন্তাধীন।’
তিনি আরো জানান, গুলিবিদ্ধ ব্যক্তি গাড়িচালকও হতে পারেন, তবে ‘এখনো তা নিশ্চিত হওয়া যায়নি’।
ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, একটি ধূসর রঙের গাড়ি ফুটপাতে উঠে রয়েছে, চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে এবং বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত আছেন।
গাড়িটি কী কারণে মানুষের দিকে ধেয়ে যায়, তা এখনো স্পষ্ট নয়।
ক্যাপ্টেন ভ্যানগার্পেন জানিয়েছেন, আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে। ভিড়ের মধ্যে বেশির ভাগই ছিলেন নারী, যারা নৈশক্লাবের বাইরে অপেক্ষা করছিলেন।
তিনি আরো বলেন, ‘ঘটনাস্থলে পরিস্থিতি ছিল খুবই বিশৃঙ্খল।
নৈশক্লাবের অনেক দর্শনার্থীই বেরিয়ে এসে আহতদের সহায়তা করেছেন।’
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন