কনসার্টে পরকীয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর সেই মার্কিন সিইও বরখাস্ত

gbn

একটি কনসার্টে বড় পর্দায় জড়িয়ে ধরার দৃশ্য ভাইরাল হওয়ার পর যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তি কম্পানি তাদের সিইওকে সাময়িক ছুটিতে পাঠিয়েছে। কোল্ডপ্লের ১৬ জুলাইয়ের বস্টন কনসার্টে ‘কিস ক্যাম’ ঘিরে তৈরি হওয়া এক অপ্রত্যাশিত ঘটনা এটি। যা সামাজিক মাধ্যমে রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছে। আলোচনার কেন্দ্রে নেই ব্যান্ড বা গান, বরং ক্যামেরাবন্দি হওয়া এই ‘পরকীয়া প্রেম’ এবং তার সম্ভাব্য পরিণতি নিয়ে উঠেছে গুঞ্জন।

 

 

ওই ভিডিওতে থাকা দুজনই একই প্রতিষ্ঠানের কর্মী এবং পরকীয়া প্রেম করতে গিয়ে ‘কিস ক্যামে’ ধরা পড়েছে। ঘটনাটি ঘটেছে বোস্টনে। কনসার্টের সময় বড় পর্দায় এক নারী ও পুরুষকে একে অপরকে জড়িয়ে থাকতে দেখা যায়। তারা হলেন অ্যাস্ট্রোনোমার নামের কম্পানির সিইও অ্যান্ডি বায়রন ও প্রতিষ্ঠানটির চিফ এইচআর অফিসার ক্রিস্টিন ক্যাবট।

 

দুজনই বিবাহিত। এই ভাইরাল ভিডিও সিইও অ্যান্ডি বায়রনের স্ত্রীর হাতে গিয়েও পড়েছে। এরপরই স্ত্রী তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্বামীর কাছ থেকে নেওয়া উপাধি সরিয়ে ফেলেন। 


 

কনসার্টে তারা ঘনিষ্ঠভাবে ক্যামেরায় ধরা পড়েন।

ক্যামেরা তাদের দিকে ঘুরতেই, মুহূর্তেই দুজন বিচলিত হয়ে পড়েন, তাড়াতাড়ি একে অন্যের কাছ থেকে সরে গিয়ে নিজেদের মুখ লুকাতে চেষ্টা করেন। এ ঘটনার পর শুক্রবার রাতে প্রতিষ্ঠানটি এক্স-এ জানায়, কম্পানির সিইও অ্যান্ডি বাইরনকে ছুটিতে পাঠানো হয়েছে।

 

এই দৃশ্য দেখে মঞ্চ থেকে কল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন মজা করে বলেন, ‘ওদের দেখুন... হয় এরা পরকীয়া করছে, না হয় খুবই লাজুক!’ ভিডিওটি প্রথমে টিকটকে প্রকাশ পায় এবং এরপর তা মিলিয়ন মিলিয়ন ভিউ পায়। ভিডিওটি নানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমে ছড়িয়ে পড়ে, মিমে রূপ নেয় এবং টেলিভিশনেও উপহাসের বিষয় হয়ে দাঁড়ায়।

এ ঘটনার দুই দিন পরে ‘অ্যাস্ট্রোনোমার’ এক বিবৃতিতে জানায়, তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে, যদিও সরাসরি ভিডিওটির উল্লেখ করা হয়নি।

 

তারা আরো জানায়, ‘অ্যাস্ট্রোনোমার প্রতিষ্ঠার পর থেকে আমরা যে মূল্যবোধ ও সংস্কৃতি ধরে রেখেছি, তাতে আমরা অটল। আমাদের নেতাদের কাছ থেকে শিষ্টাচার ও জবাবদিহির সর্বোচ্চ মান প্রত্যাশিত। পরিচালনা পর্ষদ একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে।’

সিইও পদে অস্থায়ী দায়িত্ব পেয়েছেন কম্পানির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পণ্য কর্মকর্তা পিট ডিজয়। প্রতিবেদন অনুযায়ী, ভিডিওতে থাকা অ্যান্ডি বাইরন ২০২৩ সালের জুলাই থেকে অ্যাস্ট্রোনোমারের সিইও। অপরজন প্রতিষ্ঠানটির চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট নভেম্বরে যোগ দেন। তবে তাদের কেউই ভিডিওতে নিজের পরিচয় নিশ্চিত করেননি।

প্রতিষ্ঠানটির বিবৃতিতে আরো বলা হয়, অ্যান্ডি বাইরন কোনো ব্যক্তিগত বিবৃতি দেননি এবং যেসব ভুয়া বিবৃতি ছড়িয়েছে, তা ভুল। কম্পানির  দাবি, ভিডিওতে অন্য কোনো কর্মী ছিলেন না। 

সূত্র : বিবিসি

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন