দুই ইটভাটা মালিককে ৮০ হাজার টাকা জরিমানা

জিবিনিউজ24 ডেস্ক:মাগুরায় দুই অবৈধ ইটভাটা মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার বিকেলে মাগুরা সদরের সহকারী কমিশনার মৌসুমি জেরিন কান্তার নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়।
ম্যাজিস্ট্রেট মৌসুমি জেরিন কান্তা জানান, মাগুরা সদর উপজেলার ধলহরা এলাকায় নাজমুল ও ফারুকের মালিকানাধীন এনআরএফ ব্রিকস এবং আজাদের মালিকানাধীন হিনো ব্রিকস লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের সার্টিফিকেট ছাড়াই জ্বালানি হিসেবে কাঠ পুড়িয়ে ভাটা পরিচালনা করে আসছিলেন। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে ইটভাটা পরিচালনার দায়ে তিনি ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে ভাটা দুটির মালিককে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে তিনি চিমনি ভেঙে ফেলে ইটভাটা কার্যক্রম বন্ধ করে দেন।