‘সংক্ষিপ্ত’ পোশাক পরায় অনলাইনে তোপের মুখে মালাইকা!

জিবিনিউজ24 ডেস্ক:সম্প্রতি একটি পার্টি আয়োজন করেছিলেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা খান। এতে তার পোশাক ছিল খুবই ছোট।
যদিও বলিউডে স্পাইসি গার্ল হিসেবেই পরিচিত মালাইকা। সংক্ষিপ্ত পোশাকে তাকে দেখতে অনেকেই অভ্যস্থ। কিন্তু ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করার পর ঝড়ের গতিতে লাইক যেমন আসতে থাকে তেমনই আসতে থাকে কমেন্ট।
ফ্যানেরা বারবার প্রশ্ন করতে থাকেন, কেন এত ছোট পোশাক পরেছেন মালাইকা? একজন লেখেন, ‘মালাইকা যখনই তুমি ইনস্টাগ্রামে ছবি পোস্ট কর, তখনই তোমার হাতে দেখা যায় মদের গ্লাস। আর তোমার শরীরে তো পোশাক প্রায় থাকেই না। ‘
যদিও ফ্যানেদের সমালোচনার জবাব দিয়ে কিছু লেখেননি মালাইকা। বরং চুপ থেকেছেন।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস